শিরোনাম:
টস হেরে ব্যাটিংয়ে রাজস্থান
- Update Time : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : দুবাইয়ে আইপিএলে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এখন রাজস্থান প্রথমে ব্যাট করবে।
দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে রাজস্থান। ১০ ম্যাচে ৪ জয় নিয়ে তারা পয়েন্ট তালিকার ছয় নম্বরে। অপরদিকে ৯ ম্যাচে ৩ জয়ে তালিকায় সাত নম্বরে আছে হায়দরাবাদ।
রাজস্থান একাদশ : বেন স্টোকস, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জস বাটলার, রাহুল তেয়াতিয়া, রায়ান পরাগ, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগি।
হায়দরাবাদ একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মনিশ পান্ডে, প্রিয়াম গার্গ, বিজয় শঙ্কর, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, সন্দ্বীপ শর্মা, টি নটরাজ, শাহবাজ নাদিম।