গাজীপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
- Update Time : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : গাজীপুরে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকেলে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার জাহিদ হাসান ইমন (১৮) গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ১৬ অক্টোবর জাহিদ হাসান ইমন বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচাতো ভাইকে (৫) বাড়ির পাশে নিমার্ণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে জিএমপির সদর থানায় মামলা করেন এবং র্যাবের পোড়াবাড়ী কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের একটি টিম দক্ষিণ বাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ইমনকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
এসএস//