আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস
- Update Time : ১২:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : প্রতিদিন দেশে কোথায় না কোথাও সড়ক দূঘটনার হচ্ছে ।এর ফলে অনেক মানুষ অকালে প্রান হারাচ্ছে।
আজ ২২ অক্টোবর চতুর্থবারের মতো সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ।
গত পাঁচ বছরে দেশে ২৬ হাজার ৯০২টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩৭ হাজার ১৭০ জন। আহত হয়েছেন ৮২ হাজার ৭৫৮ জন। এ হিসাব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, সড়কপথে মোটরযানের সংখ্যা বৃদ্ধি, ত্রুটিপূর্ণ যানবাহন, বিপদজনক বাঁক, অপ্রতুল প্রশিক্ষণ, বেপরোয়া গতি এবং আইন না মানার প্রবণতা সড়ক নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
এই উপলক্ষে আজ ঢাকার বানানীতে বিআরটিএ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সড়ক পরিবহন সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারগণ উপস্থিত থাকবেন।
এসএস//