শিরোনাম:
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
- Update Time : ১২:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌন ১০টা নাগাদ হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে এ হামলা হয়।
পুলিশ এখনো অজ্ঞাতপরিচয় হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। ঘটনার সময় কমপক্ষে ৩০ জন ছিলেন ওই নৈশক্লাবে। বন্দুকধারীদের খোঁজে শহরে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবরে জানানো হয়েছে, নৈশক্লাবে গুলিতে এ পর্যন্ত তিন জন মারা গিয়েছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের ধারণা, কমপক্ষে ২ জন বন্দুকধারী ছিল। তবে, হামলাকারীদের সম্পর্কে বিশদ তথ্য এখনও পুলিশের কাছে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে ক্লাবের মধ্যে যে যার মতো প্রাণ রক্ষায় এদিক-ওদিক ছুটতে থাকে।
এসএস//