পাহাড় ধসে দুই শ্রমিক নিহত
- Update Time : ০১:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ০ Time View
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে অবৈধভাবে রাতের অন্ধকারে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেব। আজ বুধবার ২১ অক্টোবর রাত সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের উখিয়ার ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ারঘোনা স্কুলপাড়ার আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মুজিবুর রহমান (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী ভুতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক রাতে মাটি কাটছিলেন। এসময় পাহাড়ের একটি অংশ ধসে তাদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হন। আহত শ্রমিকের নাম রফিক।
রামু থানা পুলিশ জানান, গুরুতর আহত শ্রমিক রফিকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পিকআপ ভ্যান এবং মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএস/