শিরোনাম:
সেনবাগে গৃহবধূ ধর্ষণের অভিযোগে আটক ৩
- Update Time : ০৩:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ২১ অক্টোবর সকালে ভুক্তভোগী গৃহবধূ মামলা দায়ের করলে গ্রেফতারকৃতদের দুপুর ২টার সময় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
সেনবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে শুভ (১৯), ছাতারপাইয়া বদর বাড়ির হাসান (১৯), আব্দুল হকের ছেলে রকি (২০)।
থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। মামলার আলোকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এসএস//