চলচিত্র ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে নগরীর স্টার সিনেপ্লেক্স। আগামী ২৩ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে সিনেপ্লেক্সের সবগুলো শাখা। এদিন হলিউডের ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’। করোনার কারণে দুটি সিনেমার মুক্তি আটকে ছিল। সম্প্রতি এ সিনেমাদুটি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে।
কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ ৪১টি অঞ্চলে মুক্তি পেয়েছে । দর্শক উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ তা অনেকটা ভুল প্রমাণ করেছে। ধারণা করা হয়েছিল, প্রথম সপ্তাহে সিনেমার আয় ৪ কোটি ডলারের মতো হতে পারে! কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ৫.৩ কোটি ডলার। ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। এ ছাড়াও অভিনয় করেছেন—রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, মার্টিন ডনোভান, অ্যারন টেইলন জনসন, মাইকেল কেইন, কেনেথ ব্রানা প্রমুখ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ভারতীয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।
ডিজনি নির্মিত পুরোনো সেই অ্যানিমেটেড মুলানের লাইভ অ্যাকশন সিনেমা। ‘মুলান’ নামেই আসছে এটি। বছরের অন্যতম আকর্ষণীয় এ সিনেমা গত মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে আটকে যায়। দীর্ঘ অপেক্ষার পর ২০ সেপ্টেম্বর ডিজনির ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পায় এটি।
এসএস//
Leave a Reply