শিরোনাম:
রাজশাহীতে বাস চাপায় নিহত এক
- Update Time : ০৪:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ০ Time View
রাজশাহী প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় এক বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বিআরটিসি একটি বাস। বাস চাপায় নিহত ব্যাক্তির নাম আনারুল ইসলাম (৩৫) । এতে ঘটনাস্থলে মারা গেছেন তিনি।
আজ বুধবার ২১ অক্টোবর সকালে নগরীর উপকণ্ঠ বেলপুকুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল জেলার চারঘাট উপজেলার নিমপাড়ার মখসেদ আলীর ছেলে। রাজশাহী-ঢাকা মহাসড়ক ধরে বাইসাইকেলে করে ডাব নিয়ে যাচ্ছিলেন তিনি।
বেলপুকুর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারায়। ওই সময় বাইসাইকেল আরোহী আনারুলকে চাপা দিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানয় পুলিশ।
এসএস//