শিরোনাম:
নবজাতকের খোঁজ মিলল কান্নার শব্দে
- Update Time : ১২:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে একটি মসজিদের পেছন থেকে কান্নার শব্দ শুনে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে নবজাতককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল মঙ্গলবার ২০অক্টোবর রাতে কালমপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মসজিদের পেছন থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। কান্নার শব্দ অনুসন্ধান করতে গিয়ে মসজিদে উপস্থিত লোকজনসহ স্থানীয়রা মসজিদের পেছনের সিঁড়িতে এক নবজাতক দেখতে পান। ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে।
ধামরাই থানা পুলিশ জানায়, নবজাতকটি ছেলে। বয়স পাঁচ থেকে সাত দিন হবে। কেউ হয়তো নবজাতককে মসজিদের পেছনে রেখে গেছেন।
এসএস//