আড়াইহাজারে ৪ সন্তানের জননীর বিষপানে মৃত্যু
- Update Time : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার সন্তানের জননী শিরিন আক্তার (৪২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার সদর পৌর সভার চামুরকান্দী গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় থানা পুলিম জানান, তিনি ওই গ্রামের মৃত শামসুল হকের মেয়ে। প্রায় ২০ বছর আগে শিরিন আক্তারের বিয়ে হয় নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর গ্রামের মনির হোসেনের সাথে। তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়। কিছু দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে মনমালিন্য চলে আসছিল। এ নিয়ে সবার অজান্তে বিষপান করেন তিনি পরে বুধবার সকালে বিষক্রিয়া শুরু হলে
হাসপাতালে নেয়ার আগেই শিরিন আক্তার মারা যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
আড়াইহাজার থানা পুলিশ জানান, এই ব্যাপারে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এসএস//