শিরোনাম:
ট্রাকের চাপায় এক নারীশ্রমিক নিহত
- Update Time : ১২:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১ Time View
নীলফামারী প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনীতে ট্রাকের চাপায় শর্ফুরা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ বুধবার ২০অক্টোবর সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম দোলাপাড়ার আবদুর রাজ্জাকের স্ত্রী শর্ফুরা। তিনি শ্রমিক হিসেবে সৈয়দপুরের বিসিক শিল্পনগরীর একটি কারখানায় কাজ করেন। সকালে তিনি কারখানায় যাচ্ছিলেন। সৈয়দপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক আছেন। লাশ থানায় আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
এসএস//