শিরোনাম:
করোনা নেই নুনাভাটে
- Update Time : ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : কানাডার অনেক অঞ্চলে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে। এদিকে দেশটির উত্তরাঞ্চলের নুনাভাটে করোনা নেই।
বিবিসি এক বার্তায় বলেছে, গত মার্চে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস । প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছিল নানা দেশে । একই পদক্ষেপ নিয়েছিল নুনাভাট কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধে কঠোর ছিল নুনাভাটের নিয়মনকানুন।
নুনাভাটে প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস। এই অঞ্চলের চারদিকে আছে আর্কটিক সাগর। নুনাভাটে প্রায় ২৫টি সম্প্রদায় বাস করে। এর আয়তন প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার। আকারে যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্বিগুণ এই নুনাভাট।
নুনাভাটের প্রধান জনস্বাস্থ্যর এক কর্মকর্তা বলেন, অন্যান্য অঞ্চলের মতো এখানকার মানুষেরাও কোভিড-১৯ এর ঝুঁকিতে ছিল। কিন্তু সময়োচিত পদক্ষেপের কারণে তা রোধ করা গেছে।
এসএস//
Tag :
করোনা নেই নুনাভাটে