ড্রেজারের ধাক্কায় নৌকা ডুবে ২ জন নিহত
- Update Time : ০৭:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১ Time View
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বাঁকখালী নদীতে নৌকা ভ্রমণে গিয়ে ড্রেজারের ধাক্কায় নৌকা ডুবে ২দুই বন্ধু নিহত হয়েছেন।
গতকাল সোমবার ১৯অক্টোবর দুপুরে এক বন্ধুর মরদেহ উদ্ধারের একদিন পর আরেক বন্ধুর মরদেহ আজ মঙ্গলবার ২০ অক্টোবর সকালে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে দুই বন্ধু বেলাল হোসেন (২৩) ও মোহাম্মদ ইউনুচ (২৩) ছোট একটি নৌকায় বাঁকখালী নদীতে ঘুরতে যায়। কস্তুরাঘাট মোহনায় পৌঁছালে একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয় জেলেরা নৌকার মাঝি মো. শুক্কুরকে জীবিত অবস্থায় উদ্ধার করে। আর অপর দুজন নিখোঁজ থাকেন। প্রায় ১৬ ঘণ্টা পর গতকাল সোমবার দুপুরে মোহাম্মদ ইউনুচের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। পরদিন আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বেলাল হোসেনের মৃতদেহ বাঁকখালী নদীর ফিশারীঘাট মোহনা থেকে উদ্ধার করা হয়। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস//