সারাদেশ ডেস্ক : মুন্সীগঞ্জের পদ্মা নদী থেকে ৯৫টি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার থেকে নজরদারির মাধ্যেমে এ ট্রলার গুলোকে জব্দ করা হয়। পরে ট্রলারগুলো নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
মাওয়া নৌপুলিশ গতকাল সোমবার রাত থেকে সকাল পর্যন্ত লৌহজং উপজেলার কলিকালের চর, সিধারচর, বাবুরচরসহ বিভিন্ন চর ও পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় ছয় জেলেকে আটক এবং ৬৭ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসব তথ্য নিশ্চিত করেছেন। রাতভর হেলিকপ্টারের মাধ্যমে ওপর থেকে দুর্গম চারটি চর ও নদীতে এ সব ট্রলার ও জালের অবস্থান চিহ্নিত করা হয়। রাতেই ৯৫টি ট্রলার নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর পুড়িয়ে ফেলা হয়েছে জব্দ করা কারেন্ট জাল।
আটক ছয় জেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
এসএস//
Leave a Reply