শিরোনাম:
মহাকাশের উদ্দেশ্যে ৩ নভোচারির যাত্রা
- Update Time : ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দু’জন রুশ ও নাসার একজন নভোচারি বুধবার রাশিয়ার স্পেস ক্যাপসুলে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে।
কাজাখস্তানের রুশ নিয়ন্ত্রিত বাইকোনুর নভোকেন্দ্র থেকে ০৫৪৫ জিএমটিতে এই নভোচারিরা যাত্রা করেন। তারা হলেন রসকসমসের সার্গেই রিজহিকভ, সার্গেই কুদ-সাভার্চকভ এবং নাসার কাথলিন রুবিন্স।
নাসার একজন টিভি ভাষ্যকার সবকিছু স্বাভাবিক বলেই উল্লেখ করেন। রুশ মিশন কন্ট্রোল ও ক্রুদের মধ্যে যোগোযোগ রয়েছে বলেও তিনি জানান।
এসএস//