ডিআইজি মিজানসহ ৪ আসামির বিচার শুরু
- Update Time : ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১ Time View
আদালত প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা মামলায় পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চার আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আদালত এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭শে অক্টোবর দিন ধার্য করেছেন।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেয়। মামলার আসামিরা হলেন, বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান, মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। তাদের মধ্যে মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
কারাগারে থাকা ডিআইজি মিজান ও তার ভাগ্নে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়।
২০১৯ সালের ২৪শে জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এসএস//