চট্টগ্রামে ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
- Update Time : ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামের ছয়টি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার ২০অক্টোবর সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তা টানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
চারটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সেখানে সাধারণ নির্বাচন এবং বাকি সাতটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ফটিকছড়ি সুয়াবিল ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন। দুপুর ১টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চট্টগ্রামের যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো হলো- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর, আধুনগর ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, জাফতনগর ইউনিয়নের ৮নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদে, বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে, সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য এবং হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সব নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, সদস্য পদে ১৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএস//