শিরোনাম:
আলুর দাম কেজি আরো ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ
- Update Time : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: খুচরা বাজারে আলুর দাম কেজিতে আরো ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করলো সরকার।
এর আগে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৩০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। যদিও এখন পর্যন্ত আলুর দাম কমাননি ব্যবসায়ীরা। এ অবস্থায় আরো ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা থেকে ৩৫ টাকা নির্ধারণ করা হলো।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হয়। গত ৭ই অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এ দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা।
এসএস//