মেসিদের সঙ্গে আরেক দফা যুদ্ধ বার্সেলোনার
- Update Time : ০৬:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বার্সেলোনা। ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজন করায় টিকিট বিক্রি না হওয়ায় আয়ের দিকটা হয়েছে শূন্য। এ সঙ্কট কাটিয়ে উঠতে মেসিদের দ্বারস্থ হয় বার্সেলোনা। বেতন স্থগিতের জন্য মেসিদের আহবান জানায় বার্সা বোর্ড। তাতে রাজি নন মেসিসহ বার্সেলোনার বেশিরভাগ ফুটবলার। অফিসিয়ালি ক্লাবকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন তারা । তবে নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে বার্সা বোর্ড।
করোনায় ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বার্সেলোনার। গত মার্চে ৭০ শতাংশ বেতন কম নিয়েছেন মেসি সহ বার্সেলোনার শীর্ষ ফুটবলাররা। দিয়েছেন অনুদানও। এতে বার্সেলোনার সাশ্রয় হয় ১০০ মিলিয়ন ইউরো। সে সময়ও ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় বার্সা বোর্ড। বার্সা বোর্ড-ফুটবলার দ্বন্দ্ব নতুন নয়। গত কয়েকবছর ধরে একাধিকবার ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে বার্সা।
বার্সেলোনা বোর্ড চলতি মাসের শুরুতে খেলোয়াড়দের বেতন পরে নেয়ার আহবান জানায়। তবে বোর্ডের উপর আস্থা নেই ক্লাবের শীর্ষ ফুটবলারদের। ক্লাবের আহবানে সাড়া না দিয়ে ব্যুরোফ্যাক্স পাঠান মেসিরা। অবশ্য মেসিদের দলে ছিলেন না ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্ক টের স্টেগেন ও ক্লেমোঁ লংলে। এই তিনজন ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন স্থগিত বা পরে নেয়ার প্রস্তাবে সম্মতি দেন।
এসএস//