মুকসুদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
- Update Time : ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সামচু শেখ। এ সময় ছেলে মিঠুন শেখকে (৩০) কুপিয়ে আহত করা হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর সকালে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানা পুলিশ এ কথা জানায়।
নিহত সাহানা বেগম মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ.সি স্কুল সংলগ্ন মজিবরের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সামচু শেখের স্ত্রী সাহানা বেগমের সঙ্গে ছেলে মিঠুন শেখের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে সামচু শেখ রাগান্বিত হয়ে তার স্ত্রী সাহানা ও ছেলে মিঠুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস//