ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির স্বর্ণকিশোরী নাছরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলায় জুবায়ের আদনান নামে স্কাউটের এক সদস্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলার একটি আদালত।
মঙ্গলবার ১৯ অক্টোবর ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন জুবায়ের। সকাল সাড়ে ১১টার দিকে বিচারক এএসএম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠাতে আদেশ দেন।
জুবায়ের বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে তাঁর বাবা ঝালকাঠি সদর উপজেলার ছিলারিস গ্রামে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। সে ঝালকাঠি শহরের একটি কলেজের স্কাউটস’র টিম লিডার।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২ অক্টোবর স্বর্ণকিশোরী সারার বাসায় ঢুকে তার ওপর হামলা করে জুবায়ের আদনান। এ ঘটনায় ওই দিন রাতে নারী ও শিশু নির্যাতন আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে নাছরিন আক্তার সারা।
গত ৯ অক্টোবর আসামি জুবায়েরকে গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি থানার সামনে অনশন করে সারা। ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙেন সারা। একইদিন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এসএস//
Leave a Reply