নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ-কজলিস্ট অ্যাপ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এ উপলক্ষে আজ সোমবার ১৯ অক্টোবর ভার্চুয়ালি এক অনুষ্টানের আয়োজন করা হয়। সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো: আলী আকবরের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) সভাপতি এ.এম আমিন উদ্দিন । সুপ্রিমকোর্ট বার এর পক্ষে ব্যারিষ্টার রুহুল কুদ্দস কাজল আইনজীবীদের স্বার্থে বিভিন্ন বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষন করে কথা বলেন। এসময় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগন , সুপ্রিমকোর্ট প্রশসানের কর্মকর্তাগন ভার্চ্যুয়ালি অনুষ্টানে যুক্ত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ -কজলিস্ট অ্যাপ ব্যবহার করে বিচারপতিগন, আইনজীবীগন, আদালতের কর্মকর্তা-কর্মচারীগন, বিচারপ্রার্থী জনগন উপকৃত হবেন। এ অ্যাপে সুপ্রিমকোর্টের কার্যতালিকা ও মামলার সর্বশেষ অবস্থা সহজেই জানা যাবে। প্রধান বিচারপতি বলেন, ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবাকে সহজ করা। তথ্যপ্রযুক্তি ব্যবহারে সুপ্রিমকোর্ট অনেক এগিয়েছে । সফলভাবে ভাচ্যুয়ালি বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে। সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ-কজলিস্ট অ্যাপটি তথ্যপ্রযুক্তি ব্যবহারে এবং সেবা সহজে প্রাপ্তিতে নতুন সংযোজন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিতে বদ্ধপরিকর।
আইনমন্ত্রী সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ-কজলিস্ট অ্যাপ চালু করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। আইনমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির ব্যহার নিশ্চিতে এটি একটি বিরাট সাফল্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল সেক্টরে ডিজিটালাইজেশন এগিয়ে চলছে। সুপ্রিমকোর্টে এ অ্যাপস্ বিরল দৃষ্টান্ত। এতে বিচার বিভাগের সাফল্য আরো তরান্বিত করবে।
এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার সভাপতি এ.এম আমিন উদ্দিন সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ-কজলিস্ট অ্যাপ উদ্বোধনের জন্য সুপ্রিমকোর্ট বার ও এটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। এ.এম আমিন উদ্দিন বলেন, বাংলাদেশ ডিজিটালাইজেশনের যাত্রায় আজ একটি বিশেষ দিন। তথ্যপ্রযুক্তি ব্যবহারে আমরা আরো এগিয়ে যাচ্ছি।
এসএস//
Leave a Reply