শিরোনাম:
রায়হান হত্যা মামলায় ৩ পুলিশের জবানবন্দি
- Update Time : ১২:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
বিশেষ প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে রায়হান হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ সদস্য। তিনজনই ওই ফাঁড়ির কনস্টেবল। পুলিশ সদস্যরা হলেন, শামীম, সাইদুর ও দেলোয়ার।
আজ সোমবার ১৯ অক্টোবর বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে ১৬৪ ধারায় তাদের তিনজনের জবানবন্দি রেকর্ড করা হয়। তারা আদালতে ওই রাতের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। এই তিনজন ওই ঘটনায় সাময়িক বরখাস্ত বা প্রত্যাহার হওয়া সাতজনের মধ্যে কেউ নন। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মাহিদুল ইসলাম ওই রাতের ঘটনার সাক্ষী হিসেবে বক্তব্য রেকর্ড করতেই তাদের আদালতে তোলেন।
এসএস//