মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ
- Update Time : ০৯:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার নারী বিক্ষোভ প্রদর্শন করেছেন।
সুপ্রিমকোর্টে রক্ষণশীল বিচারক এমি কোনি ব্যারেটকে প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থানে বেছে নেয়ায় প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। গত ১৮ সেপ্টেম্বর মারা যান বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গ। বিক্ষোভের শুরুতে অংশগ্রহণকারীরা রুথ ব্যাডারের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ৩ নভেম্বর নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে মার্কিন নারীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা, গর্ভপাত, জলবায়ু পরিবর্তন, ভোটের অধিকার ও ওবামাকেয়ার ইস্যুতে সিনেটে প্রশ্ন করা হলে এর সদুত্তর দিতে পারেননি ব্যারেট। যদি তিনি সুপ্রিমকোর্টে বিচারকের পদে বসেন, তাহলে সেখানে ৬-৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে রক্ষণশীল রিপাবলিকানরা। ফলে রিপাবলিকানরা যা চাইবে, তা-ই করতে পারবে। এজন্য শনিবার রাজধানী ওয়াশিংটনসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন বিপুলসংখ্যক নারী।
২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেয়ার পর ট্রাম্পবিরোধী প্রথম ‘ওমেন্স মার্চ’ হয়েছিল ওয়াশিংটনে।
এসএস//