শিরোনাম:
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে ৪০ জন আটক
- Update Time : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৪৫পিস ইয়াবা, ১০০ গ্রাম ৯৪ পুরিয়া হেরোইন, ১২১ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, ৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ার ও ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
এসএস//