শিরোনাম:
বাস হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৬:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকার দোহারে রবিউল (৩১) নামে এক বাস হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার ১৮ অক্টোবর উপজেলার লটাখোলা বিলের পাড় গ্রামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ।
আরাফাত হোসেন খবরের সত্যতা স্থানীয় থানা পুলিশ নিশ্চিত করেছেন।
রবিউল ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর গ্রামের মৃত শেখ ইয়ার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে দোহারের ওই এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে যমুনা পরিবহনের বাসে হেলপার হিসেবে কাজ করতেন তিনি।
এ বিষয়ে দোহার থানারা পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসএস//