বলিভিয়ায় নিরঙ্কুশ জয়ের পথে মোরালেসের প্রার্থী
- Update Time : ০২:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখনও গণনা চলছে। তবে বুথ ফেরত জরিপ বলছে, নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দল মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টির (এমএএস) প্রার্থী।
এ নির্বাচনে ইভো মোরালেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গার্ডয়ানের খবরে বলা হয়েছে, বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, এমএএস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ৫৭ বছর বয়সী লুইজ আরসে ৫২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। লুইজ আরসে পূর্বসূরি ইভো মোরালেসের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে লুইজ আরসের প্রধান প্রতিপক্ষ মধ্যপন্থী সিটিজেনস কমিউনিটির নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট।
২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর সহিংস বিক্ষোভ শুরু হয় বলিভিয়ায়। এ অবস্থায় সেনাবাহিনীর চাপে নির্বাসনে যেতে বাধ্য হন বামপন্থী নেতা ও দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। এবারের নির্বাচনে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত প্রাথীই এখন নিরঙ্কুশ জয়ের পথে।
এসএস//