শিরোনাম:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মুহাম্মদ
- Update Time : ০২:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মনসুরুল আলমকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পূর্বক এ পদে নিয়োগ দিয়ে সোমবার ১৯ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আলমগীর মুহাম্মদ মনসুরুল বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. ফসিউল্লাহ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এতদিন মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করছিলেন।
এসএস//