পাহাড়ি জনপদে মাল্টার আবাদ
- Update Time : ০৮:৪৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : পাহাড়ি জনপদ রাঙামাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টার আবাদ। চারদিকে তাকালেই চোখে পড়বে গাছে গাছে ঝুলছে সবুজ মাল্টা।
এ অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী বলে প্রমাণিত হয়েছে।
জানা গেছে, রাঙামাটি জেলায় ৭৯৫ হেক্টর জমিতে এবার মাল্টার ফলন হয়েছে। গড়ে হেক্টর প্রতি মাল্টার উৎপাদন হয়েছে ১১ মেট্রিক টন। মাল্টা উৎপাদনের লক্ষ্য মাত্র ধরা হয়েছে ৮৭৪৫ মেট্রিক টন। রাঙামাটিতে সবচেয়ে বেশি মাল্টা উৎপাদন হয়েছে রাঙামাটির নানিয়ারচর, কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলায়। এক মালটা চাষী জানান, আমার জমিতে ৪০টি বারি মাল্টা গাছে বাম্পার ফলন হয়েছে। তবে বর্তমানে মাল্টার চাহিদা থাকাতে লাখের উপরে মাল্টা বিক্রি করার সম্ভাবনা আছে। রাঙামাটি সদর উপজেলা কৃষি অফিস জানায়, এ উপজেলার ২০ হেক্টর জমিতে ১২০ মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে। এর মধ্যে হেক্টর প্রতি মাল্টার উৎপাদন ধরা হয়েছে ৬ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, পাহাড়ে সবচেয়ে ভাল উৎপাদন হচ্ছে বারি-১ জাতের মাল্টা। মাল্টা পরিপক্ক হয় ১৪ অক্টোবর থেকে ১ নভেম্বর এর মধ্যে। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষাবাদের জন্য খুবই উপযোগী। যার কারণে প্রতি বছরই মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।
এসএস//