জামায়াত নেতা এটিএম আজহারসহ ১৫০ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
- Update Time : ১১:১৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
আদালত প্রতিবেদক: রমনা থানার একটি নাশকতার একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনালের এটিএম আজহারুল ইসলামসহ ১৫০ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
সোমবার ১৯ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস চার্জশিট গ্রহণ করেন। মামলায় ১৪ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার সাংবাদিকদের জানান, আজ মামলাটি চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানা জারি করেন। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আজহারুল ইসলামসহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশ রমনা থানায় মামলা করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মামলাটিতে চার্জশিট দাখিল করে। ২০১২ সালের ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলাম মগবাজারের বাসা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেন। ওই রায় আপিলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ বহাল রাখেন। আপিলের রায়ের বিরুদ্ধে আনা রায়ের বিষয়ে রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।
এসএস//