শিরোনাম:
ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক নিহত
- Update Time : ০৮:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ১৯অক্টোবর দুপুরের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মণ্ডল একই গ্রামের অলী মণ্ডলের ছেলে। স্থানীয় থানা পুলিশ জানান, মামুদপুর গ্রামের কৃষক বুলু মণ্ডল তার গ্রামের একটি পুকুর থেকে সেচ দেয়ার জন্য পাম্প সেট করেন। ওই পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এসএস//