অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে সিলেটের রনি
- Update Time : ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
সিলেট প্রতিবেদক: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় মাহবুবুর রহমান রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেটের একটি আদালত। ওই ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের মামলায় ২ নম্বর আসামি রনি।
সোমবার ১৯ অক্টোবর রনিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে তার চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে এক দম্পতি। রাত সাড়ে ৯টার দিকে স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীর নাম উল্লেখসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। আসামিরা হলো—এমসি কলেজ ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম ও তারেক। সব আসামিই কারাগারে আছে। তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। ওই রাতে সাইফুর রহমানের কক্ষ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ।
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারীকে গনধর্ষণের ঘটনায় দেশব্যাপি ক্ষোভ ও প্রতিবাদ জানায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ইতোমধ্যে ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করে অধ্যাদেশ জারি করা হয়েছে।
এসএস//