শিরোনাম:
টঙ্গীতে গুলিতে ব্যবসায়ী আহত
- Update Time : ০২:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে এক ঝুট ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় দুর্বৃত্তরা এ গুলি ছুড়ে পালিয়ে যায়।
আহত মো. হাসান (৩০) টঙ্গীর মাছমপুর এলাকার বাসিন্দা মো. দুলালের ছেলে। তিনি মিলগেইট এলাকার একজন ঝুট ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আটক হুমায়ুন কবির (৩০) লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে মিলগেইট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ’মা এন্টারপ্রাইজ’-থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা হাসানকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে হাসান পেটে ও বাম উরুতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটানয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস//