শিরোনাম:
৭ মাস পর মসজিদুল হারামে নামাজের অনুমতি
- Update Time : ০১:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মক্কার পবিত্র মসজিদুল হারামে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
রোববার ১৮ অক্টোবর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়।
বৈশ্বিক মহামারি করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর আজ রোববার ফজরের নামাজের মধ্য দিয়ে সাধারণ মুসল্লিদের নামাজ আদায় শুরু হয়।
তবে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরাই এখন থেকে পবিত্রতম এ মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে জানানো হয়।
করোনা পরিস্থিতির কারণে সাত মাস মসজিদুল হারামে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের অনুমতি ছিলো না। সাত মাস পর চলতি মাসের শুরুর দিকে স্থানীয়দের পবিত্র উমরাহ পালনের অনুমতি দেয়া হয়।
সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৪১ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ১৬৫ জন।
এসএস/