পাটুরিয়া ঘাট পার হতে সময় লাগছে ৩০ ঘণ্টা
- Update Time : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পার হতে প্রতিটি পণ্যবাহী ট্রাকের ৩০ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে স্বল্প পরিসরে ফেরি চলাচল করায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হলেও আটকা পড়েছে কয়েকশ সাধারণ পণ্যবাহী ট্রাক।পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে ৭ কিলোমিটার আগেই আটকে দিচ্ছে শিবালয় থানা পুলিশ। এসকল ট্রাকগুলোকে উথুলী সংযোগ পার হতে ১৩ থেকে ১৫ ঘণ্টা সময় লাগছে। সিরিয়াল অনুযায়ী ঘাট এলাকায় প্রবেশের পর ওজন স্কেল, টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ ও ফেরি পেতে সময় লাগছে আরো ১৬ থেকে ১৮ ঘণ্টা। এতে করে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হতে আসা ট্রাক শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।
ঘাট এলাকায় ট্রাকচালক রমিজ মিয়া জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও ফেরিতে উঠতে পারেননি। নিজের পকেটের টাকা খরচ করে তিন বেলা খেতে হচ্ছে তাকে।
স্থানীয় থানা পুলিশ জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে রাখা হয়েছে। ঘাট এলাকা থেকে যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ছাড়া হবে। উথুলী সংযোগ সড়ক থেকে আরিচা ঘাট এলাকা পর্যন্ত দু’শ ট্রাক রয়েছে।
এতে করে সময় অনুযায়ী পণ্যবাহী ট্রাকগুলো নির্দিষ্ট স্থানে পৌছতে পারছেনা।
এসএস//