শিরোনাম:
নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- Update Time : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নেত্রকোনার আটপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার ১৮ অক্টোবর দুপুরে উপজেলার মোবারকপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।
আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে আমির হামজা (৬) এবং একই গ্রামের হবি মিয়ার ছেলে সানি (৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবারকপুর গ্রামের ওই দুই শিশু বাড়ির পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে তারা তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় থানা পুলিশ এ খবর নিশ্চিত করেছেন।
এসএস//