শিরোনাম:
আইপিএল : সুপার ওভারে নাটকীয়তায় জিতল কলকাতা
- Update Time : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক : আইপিএলে সুপার ওভারের নাটকীয়তায় রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইটরাইডার্স।
আগে ব্যাট করতে নেমে কলকাতা করে ৫ উইকেটে ১৬৩ রান। জবাবে ওয়ার্নারের বদান্যতায় ম্যাচ টাই করে হায়দরাবাদ, ৬ উইকেটে ১৬৩ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে যেন অসহায় আত্মসমর্পণ হায়দরাবাদের। কলকাতার ফার্গুসনের প্রথম বলেই বোল্ড আউট ওয়ার্নার। তৃতীয় বলে বোল্ড আব্দুল সামাদও। দ্বিতীয় বলে দুই রান করেছিলেন সামাদ। সুপার ওভারে হায়দরাবাদের সংগ্রহ দুই রান। তিন রানের লক্ষ্যে খেলতে নেমে কলকাতাকেও খেলতে হয়েছে চারটি বল। রশিদের প্রথম বলে মরগান রান নিতে পারেননি। দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বলে রান আসেনি। চতুর্থ বলে লেগ বাইতে দুই রান। জয়ী কলকাতা।
এসএস//