সারাদেশ ডেস্ক : কক্সবাজারে শ্বশুরবাড়িতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশ। গতকাল শনিবার ১৭ অক্টােবর রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার হাসান বশিরের ছেলে রাকিব হাসান বাপ্পীর স্ত্রী নিহত আফরোজা বেগম (২৪)। আফরোজা বেগমের বাপের বাড়ি একই উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকায়। তিনি মোহাম্মদ ইসহাকের মেয়ে। পুলিশ জানান, গত ১২ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে আফরোজা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় স্বামী রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার বাবা মোহাম্মদ ইসহাক।
থানা পুলিশ জানায়, রাকিব হাসান বাপ্পীর সঙ্গে নয় মাস আগে আফরোজা বেগমের বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আফরোজা বেগমের স্বামী মারা যাওয়ার পর বাপ্পীকে বিয়ে করে। এদিকে, রাকিব হাসান বাপ্পী প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আফরোজা বেগমকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে বাপ্পীর সঙ্গে তালাকপ্রাপ্ত স্ত্রীর আবারও যোগাযোগ গড়ে উঠে। এ নিয়ে আফরোজা ও বাপ্পীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
পুলিশ জানান, রাকিব হাসান বাপ্পী স্ত্রী ওপর অমানুষিক নির্যাতন চালাত বলে আফরোজার স্বজনরা অভিযোগ করেন। এ নিয়ে বিচার-শালিসও হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএস//
Leave a Reply