বেগমগঞ্জে নারী নির্যাতনকারী দেলোয়ার ৭ দিনের রিমান্ডে
- Update Time : ০৮:২৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় জড়িত দেলোয়ার হোসেনের আলাদা তিন মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একটি আদালত।
রোববার ১৮ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হকের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম হারুন সাংবাদিকদের জানান, আজ বেলা ১১টায় দেলোয়ারকে আদালতে হাজির করে ধর্ষণ, অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত ধর্ষণ মামলায় ৫ দিন, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলা তিনটি তদন্ত করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। একই আদালতের বিচারক দেলোয়ারকে ২০১৮ সালে একলাশপুরে সংগঠিত ডাবল মার্ডার মামলাসহ দুটি মামলায় শোন অ্যারেস্ট আবেদনও মঞ্জুর করেন।
গত ৪ অক্টোবর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপি প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় দেলোয়ারকে প্রধান আসামি করে মামলা করা হয়। মামলা হলে দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে র্যাব।
নারী নির্যাতনের এসব ঘটনায় বিদ্যামন আইনও সংশোধন করেছে সরকার।
এসএস//