বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বদলে গেল ফেসবুক মেসেঞ্জার। আগের সেই নীল রঙের লোগো এখন নেই। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ এবার নতুন রঙের লোগোতে এসেছে। নতুন মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও যুক্ত করা হয়েছে
নতুন মেসেঞ্জারের লোগোতে নীল রঙের পাশাপাশি এবার এতে কিছুটা গোলাপি রঙও রয়েছে। মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতি একিভূত করার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ফেসবুক। ব্লগপোস্টে মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি বলেন, কাছের মানুষের আরও কাছে যাওয়ার এই লোগো। যা মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। এই নতুন রঙে যেমন ফুটে উঠছে আনন্দ, তেমনই আবার রয়েছে মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা আভাস। নতুন রূপের পাশাপাশি মেসেঞ্জারে থাকছে লাভ অ্যান্ড টাই–ডাই নামক বিশেষ চ্যাট থিম। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। এছাড়া খুব শিগগিরই মেসেঞ্জারে ভ্যানিশ মোড যুক্ত করবে ফেসবুক। অর্থাৎ স্ন্যাপচ্যাট এবং ইনস্টগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনো ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা প্রাপক দেখার পর মুছে যাবে।
তথ্যপ্রযুক্তির প্রসারে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে।
এসএস//
Leave a Reply