শিরোনাম:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক
- Update Time : ১২:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : চাঁদপুর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার বিকাল থেকে বরিবার সকাল পর্যন্ত টাস্কফোর্স কমিটির সদস্যরা এ অভিযান চালায়।
আটককৃতদের মধ্যে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও পাঁচ জনকে জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ ৭০ হাজার মিটার কারন্টে জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত প্রায় সাত মণ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
আটক জেলেরা চাঁদপুরের মতলব, হাইমচর উপজেলার ও মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলার বাসিন্দা।
এসএস//