ঝালকাঠির বিষখালি নদীতে মা ইলিশ ধরায় ৫ জনের কারাদণ্ড
- Update Time : ০৫:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির রাজাপুর ও নলছটির বিষখালি নদীতে মা ইলিশ শিকার করার দায়ে গতকাল শনিবার পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চল্লিশকাহনিয়া ও উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে তাদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মিজানুর ফরাজী (২২),মো.জাকির সিকদার (৩৫),মো.রাজিব হাওলাদার (২০) ও মো.নুরুল ইসলাম খান (২২)। অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। রাজাপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে,বিষখালি নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে দণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা হয়। আর উদ্ধারকৃত মাছ নান্দিকাঠি মারকাজুল কুরআন মাদ্রাসায় দেওয়া হয়।
এসএস//