শিরোনাম:
চাচার টেঁটার আঘাতে ভাতিজার মৃত্যু!
- Update Time : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁস-মুরগি পালনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় চাচার টেঁটার আঘাতে ভাতিজা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। নিহত ভাতিজার নাম সানাউল্লাহ। তার বাবার নাম আব্দুল সাত্তার।
গতকাল শনিবার ১৭ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দীঘুলিয়ারটেক এলাকায় এঘটনা ঘটে।
স্থানিয় থানা পুলিশ জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা আক্তার হোসেন ভাতিজা সানাউল্লাহকে টেঁটা দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার সকালে মারা যান। পুলিশ জানায়, ঘটনার পর থেকে চাচা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এসএস//