বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি।
রোববার ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে পূর্বঘোষিত কর্মবিরতি পালন শুরু করেন সংগঠনটির কর্মকর্তারা। গত ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন কলমবিরতি পালন করেন সমিতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় আলোচনা পর ১৫ অক্টোবরের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত করা হয়। ১৭ অক্টোবরের মধ্যে অফিসার সমিতির দাবি মেনে নেয়ার কোনো অগ্রগতি না হওয়ায় ফের কর্মসূচি শুরু হয়।
এর আগে ৮ অক্টোবর অফিসার সমিতি তিন দফা দাবিতে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘন্টা করে কলমবিরতি ও ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
প্রশাসক পদ বাতিল, অফিসারের পদে থাকা শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছে চবি অফিসার সমিতি।
এসএস//
Leave a Reply