শিরোনাম:
মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত
- Update Time : ০৬:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিশাদ প্রিন্স (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে বড়মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
গতকাল শুক্রবার (১৫অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানা পুলিশ বলেন, শুকরিয়াপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই মোটরসাইকেলের চালক নিশাদ প্রিন্স। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এসএস//