মিঠুনপুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর
- Update Time : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ওশিয়ারা থানায় এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগকারী বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে মহাক্ষয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালে বাড়িতে ডেকে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাকে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে মিঠুন পুত্র। এরপর চার বছর তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মহাক্ষয়কে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পেয়ে মহাক্ষয় বদলে যান। গর্ভপাত করানোর চাপ দেন। এতে রাজি হলে কিছুদিন যাওয়ার পর তাকে ওষুধ খেতে দেন মহাক্ষয়। সেই ওষুধ খাওয়ার পরই অভিযোগকারীর গর্ভপাত হয়।
আদালত এই বিষয়ে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশেই বৃহস্পতিবার ১৫ অক্টোবর মুম্বাইয়ের ওশিয়ারা থানায় এফআইআর দায়ের হয়।
মহাক্ষয় অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি। দুই বছর আগে টিভি অভিনেত্রী মাদালশা শর্মাকে বিয়ে করেছেন তিনি।
এসএস//