গ্লোবের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়
- Update Time : ০৮:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর গ্লোব বায়োটেক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine Ges Adenovirus Type-5 Vector Vaccine।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে।
গত ৫ অক্টোবর গ্লোব জানায়, তাদের টিকার ট্রায়াল প্রাণিদেহে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ইতোমধ্যে টিকার উন্নয়নে আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা বাংলাদেশ-আইসিডিডিআরবি’র সঙ্গে একটি সমঝোতা সই করেছে গ্লোব কর্তৃপক্ষ।
এসএস//