শিরোনাম:
সড়ক দূর্ঘটনায় শ্যালক-দুলাভাইর মৃত্যু
- Update Time : ০৭:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। তারা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর রহমান শেখের ছেলে আমিন শেখ (২০) ও তার দুলাভাই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দিগনগর গ্রামের ইছাক শেখের ছেলে আবু সাঈদ শেখ (২৩)।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানান, পাথালিয়া নামকস্থানে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই মারাত্মক আহত হন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যালক আমিনকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাভাই আবু সাঈদ রাতে মারা যান। নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ।
এসএস//