বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ
- Update Time : ০৬:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ পর্যন্ত মৃতের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি দেয়া তথ্য নিয়ে এএফপি’র পরিসংখ্যানে একথা বলা হয়েছে। সারাবিশ্বে করোনায় ১১ লাখ ৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন । করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৭৯৮ জনের মৃত্যু এবং ৭৯ লাখ ৮৫ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যার দিক থেকে এর পরের অবস্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ৫২ হাজার ৪৬০ জনের মৃত্যু এবং ৫১ লাখ ৬৯ হাজার ৩৮৬ জন আক্রান্ত, ভারতে ১ লাখ ১২ হাজার ১৬১ জনের মৃত্যু এবং ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন আক্রান্ত,মেক্সিকোতে ৮৫ হাজার ২৮৫ জনের মৃত্যু এবং ৮ লাখ ৩৪ হাজার ৯১০ জন আক্রান্ত এবং যুক্তরাজ্যে ৪৩ হাজার ২৯৩ জনের মৃত্যু এবং ৬ লাখ ৭৩ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছে।
এসএস//