বরিশালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ১১:১৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বরিশালের মুলাদীতে মনি বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চরকালেখান ইউনিয়নের গলই ভাঙ্গা গ্রামের মিন্টু প্যাদার মেয়ে মনি । তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করেছে বলে জানা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার মনির নানী তাকে মাগরিবের সময় নামাজের জন্য অজু করতে ডাকেন। কিন্তু তিনি একটু পরে যাবেন বলে জানান। মনির কোনো সাড়া না পেয়ে তার নানী নামাজ আদায় করে তাকে ডাকতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। তারপর বাড়ির লোকজন ডেকে রুমের দরজা ভেঙ্গে সবাই মনি বেগমকে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখেন।
জানা যায়, ১৫ দিন আগে স্বামীর সাথে অভিমান করে নানা বাড়ি মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলপুর গ্রামে বেড়াতে যান তিনি। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
মুলাদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়।
এসএস//